ভারতের ইউনিয়ন মিনিস্টার নিতীন গড়করি জানিয়েছেন, প্রবীণ অভিনেত্রী আশা পারেখসহ বেশ কয়েকজন ব্যক্তি ভারতীয় তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 'পদ্মভূষণ' নেওয়ার জন্য তার সঙ্গে লবিং করেছেন। যদিও আশা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
নিতীন গড়করি বলেন, '' পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেওয়ার বিষয়টি এখন যথেষ্ট ঝামেলার হয়ে দাঁড়িয়েছে। পদ্মশ্রী এবং পদ্মভূষণ প্রদানের ব্যাপারে সুপারিশের জন্য আমি বেশ কয়েকটি চিঠি পেয়েছি। এখন পর্যন্ত এ পুরস্কারের জন্য প্রায় হাজারটির মতো সুপারিশ করেছি।''
নাগপুরে একটি অনুষ্ঠানে গড়করি বলেন, অভিনেত্রী আশা পারেখ পদ্মভূষণ পাওয়ার জন্য ১২তলার সিঁড়ি বেয়ে তার সঙ্গে দেখা করেন। এ সময় তিনি বলেন, ''সিনেমায় অবদানের জন্য রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ এই পুরস্কারের দাবিদার আমি।''
তিনি আরো জানান, আশা পারেখ নামে একজন বলিউড অভিনেত্রী আমার সঙ্গে দেখা করেছেন। তিনি মুম্বাইয়ে দেখা করতে এসেছিলেন। ওইদিন আমার বিল্ডিংয়ের লিফট কাজ করছিল না। তাই বৃদ্ধ এ অভিনেত্রী সিঁড়ি বেয়ে ১২ তলায় ওঠেন। আমি তাকে জিজ্ঞাসা করি, কেন এতো কষ্ট করেছেন। তিনি আমাকে বলেন, ''নিতীনজি আমি পদ্মশ্রী পুরস্কার পেয়েছি। এখন আমি পদ্মভূষণ পেতে চাই।'' আমি তাকে বলি, ''আপনি পদ্মশ্রী পেয়েছেন, এটি তো পদ্মভূষণের মতোই।'' তিনি বলেন, ''না।''
গড়করি এ তথ্য প্রকাশের পর পারেখ সংবাদ মাধ্যমে জানান, তিনি কখনই পুরস্কারের জন্য লবিং করেননি। তবে এর বেশি কিছু বলতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। ৭৩ বছর বয়সি অভিনেত্রী আশা পারেখ নব্বইটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯২ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ