এবার সব পুরুষদের সফট টয় বানিয়ে ছাড়লেন একতা কাপূর। সৌজন্যে 'কেয়া কুল হ্যায় হম ৩'-এর নতুন গান। যদিও পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছেন একতা, তবে দর্শকরা সামনে দেখলেন আবেদনময়ী মনদানা কারিমিকেই।
বিষয়টা ঘোলাটে মনে হচ্ছে?
আপাতত ইউটিউবে হিট 'কেয়া কুল হ্যায় হম ৩'-এর নতুন একটি গান 'ওহ্ বয়, ইউ আর মাই সফট টয়।' গানটি তৈরির নেপথ্যে রয়েছে এক মজার গল্প।
ছবির সুরকার সাজিদ-ওয়াজিদ গানটি তৈরি করে প্রযোজক একতা কাপূরকে শোনাতে যান। প্রথমে গানটির কথা ছিল 'ওহ্ বয়, আই অ্যাম ইয়োর সফট টয়।' গান শুনে তো বেজায় খুশি একতা। তবে প্রথমে প্রশংসা করলেও মুহূর্তে রূপ পাল্টে যায় তাঁর। বেশ রেগেই বলেন, গানের একটা জায়গা পরিবর্তন করতেই হবে। মহিলাদের এত ছোট করে দেখাতে নারাজ তিনি। বরং মেয়ে হিসেবে মহিলাদের উঁচু নজরেই রাখতে চান। প্রযোজকের কথা মতো বদলে যায় গানের লাইন। ফের গানটি নতুন করে রেকর্ড করেন সাজিদ-ওয়াজিদ। তখন গানের কথা বদলে হয়ে যায় 'ওহ্ বয়, ইউ আর মাই সফট টয়।'
ভিডিও:
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ