বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছেন। মহারাষ্ট্র রাজ্য সরকার তার সাজার মেয়াদ বাতিলের একটি প্রস্তাবে অনুমোদন দেয়ার প্রেক্ষিতে তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন। কারাবীধি অনুযায়ী তাকে মুক্তি দেয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকতা জানিয়েছেন।
১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলার ঘটনায় অবৈধ অস্ত্র রাখার দায়ে একটি বিশেষ অাদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল যা তিনি বর্তমানে ভোগ করছেন। খবর পিটিআই'র
৫৬ বছর বয়সী এ অভিনেতা পুনের হাই সিকিউরিটি ইয়েরাওয়াদা কেন্দ্রীয় জেলে বর্তমানে সাজা খাঁটছেন। ২০০৭ সালেই বিশেষ আদালত তাকে ৫ বছরের জেল দেন। পরে ২০১৩ সালের মার্চে সুপ্রিম কোর্ট এ সাজা নিশ্চিত করেন। এর আগে একই ঘটনায় গ্রেফতারের পর ১৯৯৬ সালে তিনি দেড় বছরের জেল খাঁটেন। অর্থাৎ সবমিলিয়ে সঞ্জয় ৫ বছরের জেল-ই খেঁটেছেন।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ