ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রেই দর্শকের চোখে লাস্যময়ী প্রেমিকা হিসেবে ধরা দিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এবার হাজির হচ্ছেন আবেদনময়ী হিসেবে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার ট্রেইলার। আর তাতেই বাজিমাত। টিজারে ফারিয়ার খোলামেলা উপস্থিতি জানান দিচ্ছে ছবিতে যথেষ্ট আবেদনময়ী হিসেবেই হাজির হতে যাচ্ছেন এ নায়িকা।
সংশ্লিষ্টরা বলছেন, 'হিরো ৪২০'-এ নতুন চমক নিয়ে পর্দায় ধরা দিবেন ফারিয়া। বর্তমান প্রেক্ষাপটে দর্শকের চাহিদা বি্বেচনা করেই কষ্টিউম ডিজাইন করা হয়েছে।
জাজ মাল্টিমিডিয়ার নতুন এ সিনেমাটিতে ফারিয়ার সঙ্গে দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেতা ওম এবং রিয়া সেনকে। তবে আবেদনময়তার খেলায় নজর কেড়েছেন ফারিয়াই। শুধু পোশাকেই নয়, ছবিতে নায়ককে চুমু খেতেও দেখা গেছে তাকে।
যৌথ প্রযোজনার এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। সিনেমাটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে।
ভিডিও:
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ