বলিউড অভিনেতা শাহরুখ খান এবং আমির খানের নিরাপত্তা কমাচ্ছে মুম্বাই পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর নিরপত্তা কমানো হচ্ছে এই দুই খানসহ ২৫ জন সেলিব্রেটির। এমনকি বেশ কয়েকজন সেলিব্রেটির কোন নিরাপত্তা ব্যবস্থাই আর রাখা হচ্ছে না। তবে অমিতাভ বচ্চনসহ মোট ১৫ জন সেলিব্রেটির নিরাপত্তা ব্যবস্থা কোন রদবদল ঘটছে না, অর্থাৎ আগের মতোই থাকছে।
পুলিশ সূত্রে খবর, অতি সম্প্রতি ভারতজুড়ে অসিষ্ণুতা ইস্যুতে মুখ খুলে বিতর্কে পড়ে এই দুই খান। এরপরই তাদের ওপর হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই দুই খানসহ অন্যান্য তারকাদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে মুম্বাই পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান চালানো হয়। সেখানে দেখা হয় এই তারকাদের ওপর অতটা হামলা আশঙ্কা নেই। এরপরই মুম্বাই পুলিশের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি আরও অনেক তারকার ওপর থেকে নিরাপত্তা পুরোপুরিভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই স্বাভাবিকভাবেই এই দুই খান তারকার ওপর থেকে আর্মড প্রোটোকল এবং আর্মড ভেহিকল পরিষেবা তুলে দেওয়া হচ্ছে। পরিবর্তে সর্বক্ষণের জন্য মাত্র দুই জন অস্ত্রধারী পুলিশ কনস্টেবল পাহারা দেবেন তাদেরকে।
মুম্বাই পুলিশের একজন আইপিএস কর্মকর্তা জানান ‘আমরা বলিউডের প্রায় ৪০ জন তারকাকে নিরাপত্তা দিচ্ছিলাম। কিন্তু সেই তালিকাকে কাটছাঁট করে ১৫ জনকে নিরপত্তা ব্যবস্থা অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের ওপর এখনও পর্যন্ত প্রকৃত প্রাণনাশের হুমকি আছে’। এর মধ্যে উল্লেখযোগ্য অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, মুকেশ ও মহেশ ভাট।
বাকী ২৫ জন তারকার মধ্যে পরিচালক বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, ফারহা খানসহ কয়েকজনের ওপর থেকে নিরাপত্তা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব