দেয়াল বেয়ে একটি পাঁচতারা হোটেলের ৩৪ তলায় উঠে গেলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এরপর বেশ কয়েকটি ডিগবাজি খেয়ে আবার নেমেও আসলেন তরতরিয়ে। হতবাক হচ্ছেন? তাহলে কি শ্রদ্ধা স্পাইডারওম্যান হয়ে গেল! সেটা হননি, কারণ তাকে রশি দিয়ে বেঁধে যন্ত্র দিয়ে তোলা হয়েছিল ওই উচ্চতায়। তবে রশির ওপর ভর করে এত উচ্চতায় উঠে কষরত দেখানোয় বেশ বাহবা কুড়িয়েছেন সাহসি এ তারকা।
একটি বিজ্ঞাপনের রিহার্সাল চলাকালীন দুঃসাহসী এ কষরত করতে দেখা যায় শ্রদ্ধাকে। ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রদ্ধা। কষরতের সেইসব ছবি আর ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি নিজেই। শ্রদ্ধার বিপজ্জনক স্টান্টের ছবিগুলো রীতিমতো শ্রদ্ধা আদায় করার মতোই! 'রক অন টু' এর শ্যুটিং করে সদ্য শিলং থেকে ফিরেছেন নায়িকা। পাশাপাশি চলছে 'বাগী'র শ্যুটিংও।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ