পার্কিং নিয়ে ঝামেলার জেরে বলিউডের হালের আলোচিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে এফআইআর করলেন এক নারী। ওই নারীর অভিযোগ, বাক-বিতণ্ডার এক পর্যায়ে তার গায়ে হাত তুলেছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত অভিনেতা নওয়াজ। রবিবার মুম্বাইয়ের ভর্সোভা পুলিশ থানায় এই অভিযোগ দায়ের হয়।
ওই নারীর বক্তব্য, 'আমরা বেশ কয়েকবার লিখিত অভিযোগ করেছি হাউজিং কমপ্লেক্সের পার্কিং-এর জায়গা খালি রাখার জন্য। কিন্তু হাউজিং-এ গাড়ি রাখতে না দেওয়ার জন্য দুজন বাউন্সারকে আনা হয়েছিল। যখন আমার মেয়ে ফটো তোলার চেষ্টা করে তখন নওয়াজ ও তার ভাই আমাদের গায়ে হাত তোলেন আর গালাগাল করেন।' তবে এ ব্যাপারে নওয়াজ সিদ্দিকীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ২১ আগস্ট মুক্তি পেয়েছে নওয়াজের নতুন ছবি ‘মাঝি-দ্য মাউন্টেন ম্যান’, ছবিটিকে বিহারে দশরথ মাঝির সম্মানে বিশেষভাবে প্রদর্শণের ঘোষণা করেছেন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা