ভারতের রাজধানী দিল্লিতে 'পান মাশালার' বেচাকেনার উপর নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এ লক্ষ্যে বলিউডের শাহরুখ খান ও সানি লিওনসহ আরো ৬ তারকাকে চিঠি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। চিঠিতে পান মাশালার যেসব বিজ্ঞাপনে তারা অংশ নিয়েছেন সেগুলো থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র
শাহরুখ এবং সানি ছাড়াও আর যেসব তারকাকে চিঠি দেয়া হয়েছে তারা হলেন অজয় দেবগান, সাইফ আলী খান, আরবাজ খান ও গোবিন্দ।
চিঠিতে বলা হয়, অাপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে শিলাজীত পান মাশালার মতো এ জাতীয় অন্যান্য পণ্যের প্রচারে অাপনাদেরকে টিভি বা অন্যান্য মাধ্যমে প্রায় সময়ই দেখা যায়।
এতে আরো বলা হয়, যদিও এসব পান মাশালায় নিকোটিন বা তামাক নেই তবে এগুলোতে অবশ্যই সুপারি রয়েছে এবং বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে সুপারি ক্যানসার সৃষ্টি করে।
পান মাশালার এসব বিজ্ঞাপনের মাধ্যমে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে তাই এসবের বিজ্ঞাপনে অংশ না নিয়ে বরং মাদকবিরোধী বিভিন্ন সরকারি অভিযানে শামিল হওয়ার জন্যও ওই ছয় তারকাকে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/শরীফ