জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সোমবার (১৮ জানুয়ারি) এশিয়ান টিভি এবং এশিয়ান রেডিও-৯০.৮ এফএম এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে সকাল থেকে রাত অবধি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে চিফ হুইপ আ স ম ফিরোজ, এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর-রশীদ, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী সহ এশিয়ান টিভির উচ্চ পদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুটা সময় উপভোগ করেন। এ ছাড়া সারাদিন বিভিন্ন মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদাচারণায় মুখর ছিলো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে পিঠা-পুলি, বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। দেশের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ