'কেয়া কুল হ্যায় হাম থ্রি' আর 'মস্তিজাদে' মুভির দুই নায়িকা মন্দনা কারিমি ও সানি লিওন। আগামী শুক্রবার থেকে বক্স অফিসে শুরু হতে যাচ্ছে দুই বিদেশী সুন্দরীর মহাযুদ্ধ।
আগামী শুক্রবার মুক্তি পাবে একতা কাপুরের প্রোডাকাশনের 'কেয়া কুল হ্যায় হাম থ্রি'। আর তার পরের সপ্তাহে মিলাপ জাভেরির 'মস্তিজাদে'। দুটো মুভিকেই বলা যেতে পারে পর্ন কমেডি। কেননা দুটি মুভিই অ্যাডাল্ট কমেডির চাইতে একধাপ এগিয়ে। আর একারণেই তুলনাটা এসে যাচ্ছে।
'কেয়া কুল হ্যায় হাম থ্রি' মুভির প্রায় পুরোটাতেই ইরানিয়ান মডেল মন্দনা কারিমি খোলামেলা পোশাকে অভিনয় করেছেন। অন্যদিকে, 'মস্তিজাদে'-তে সানি লিওনকে পাওয়া যাবে একেবারে তার চেনা রূপে। বক্স অফিসে তাই সানি বনাম মন্দনা। যুদ্ধ শুরুর আগেই বিগ বস-এর ঘরে বন্দি মন্দনা সোজাসুজি চ্যালেঞ্জ ছুঁড়লেন সানি লিওনকে। মন্দনা বললেন, নগ্নতার বিষয়ে তিনি সানিকে পুরো পাঁচ গোল দেবেন। এখন দেখার বক্স অফিস কী বলে। যদিও প্রচার যুদ্ধে সানি লিওন এগিয়ে রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা