ইন্সটাগ্রামে অভিষেক বচ্চন একটি ছবি শেয়ার করেছেন যেখানে উঠে এসেছে বচ্চন পরিবারের চার প্রজন্ম। ছবিতে ফটো এডিট করে চার প্রজন্মকে একই ছবিতে বন্দি করা হয়েছে।
ছবিতে অমিতাভ বচ্চনের ফ্রেম ধরে রয়েছেন দাদু কবি হরিভন্স রায় বচ্চন। অভিষেক বচ্চনের ফ্রেম ধরে রয়েছেন বাবা অমিতাভ বচ্চন। অন্যদিকে অভিষেক বচ্চন ধরে রেখেছেন আরাধ্যার ছবির ফ্রেম। এর আগে নিজের পরিবারের তিন প্রজন্মকে ফ্রেমবন্দি করে পোস্ট করেছিলেন অভিষেক।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৬/ রশিদা