দু'জনের লিভ-টুগেদার এখন পুরনো খবর। দেশের বাইরে গিয়ে একসঙ্গে অবকাশ যাপনের বিষয়টাও মিডিয়ায় এসেছে বহুবার। ক্যামেরায় ধরা পড়েছে দু'জনের স্বলবসনা ঘনিষ্ঠ ছবি। বিয়ের ঘোষণাটা আসার অপেক্ষায় ছিল ভক্তরা। কিন্তু হঠাৎ ভাঙনের সুর। বেশ কয়েকদিন থেকেই বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ি নিয়ে চলছে আলোচনা। দু'জনে চলে গেছেন আলাদা ছাদের নিচে। এবার শোনা গেল, সম্প্রতি নিজের নতুন বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন রণবীর। আর সেই পার্টিতে আমন্ত্রণই পাননি ক্যাটরিনা কাইফ। এরপরই দু'জনের সম্পর্কের বর্তমান অবস্থা যেন স্বচ্ছ পানির মতো পরিস্কার হয়ে গেছে।
সূত্র জানিয়েছেন, গত সপ্তাহে নতুন বাড়িতে একটি ছোট পার্টির আয়োজন করেছিলেন রণবীর কাপুর। সেখানে উপস্থিত ছিলেন তার বলিউডের কিছু বন্ধু। তবে ছিলেন না ক্যাটরিনা।
২০১৪ সালের অক্টোবর থেকে মুম্বাইয়ের কার্টার রোর্ডের একটি বাড়িতে একসঙ্গে থাকতেন রণবীর এবং ক্যাটরিনা। সহসাই বিয়ের ঘোষণা দিতে যাচ্ছেন এমন সংবাদ মিডিয়ায় এসেছে অনেকবার। কিন্তু গত সপ্তাহে হঠাৎ প্রেমে ছন্দপতন। ক্যাটরিনা সে বাড়িতে থাকলেও রণবীর তল্পিতল্পা গুটিয়ে চলে গেছেন হিল রোডের উইলসন অ্যাপার্টমেন্টে বাবা-মায়ের কাছে। সেখানেই নতুন বাড়িতে ওঠা উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন রণবীর।
অন্যদিকে ক্যাটরিনা এখন ব্যস্ত ফিতুর সিনেমার প্রচারণা নিয়ে। পাশাপাশি রণবীর কাপুরের সঙ্গে জাগ্গা জাসুস সিনেমার শুটিং করছেন তিনি। তবে, জানা গেছে, শুটিং সেটে পরসম্পরকে এড়িয়ে চলছেন তারা। শুধু অভিনয়ের সময়ই তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে। তাহলে কী ফের বলিউডে নতুন এক ভাঙনের গল্প লেখা হতে চলেছে? এ অবস্থায় কী বলছেন ক্যাটের সাবেক প্রেমিক সালমান, ঘটতে যাচ্ছে কি প্রেমের নতুন কোন রসায়ন- এমন প্রশ্ন বলিপাড়ায়।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ