রোমানিয়ান মডেল অভিনেত্রী লুলিয়া ভানতুরের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের কথিত প্রেমের খবর প্রায় সময়ই গণমাধ্যমে স্থান পায়। এমন গুজব শুনতে শুনতে সবাই বেশ বিরক্ত- তা বলা যায় কারণ সালমান কখনোই এ সম্পর্কের ব্যাপারে কিছু বলেননি বা স্বীকার করেননি। তা সত্ত্বেও লুলিয়ার সঙ্গে সালমানের কথিত প্রেম নিয়ে এক ধরনের উৎসাহ কাজ করে তার ভক্তদের মাঝে। এরই মাঝে নতুন গুজব ছড়িয়েছে যে, তারা দুজন নাকি এবার একত্রে টিভির পর্দায় হাজির হচ্ছেন। প্রেমের সম্পর্কের মতো এ ব্যাপারটিও বেশ ডালপালা মেলেছে। টিভির পর্দায় একত্রে হাজির হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও শোনা যাচ্ছে লুলিয়ার উপস্থাপিত রোমানিয়ান টিভি রিয়েলিটি শো 'দ্য ফার্ম'র ভারতীয় ভার্সন তৈরি হচ্ছে। অার এটি নাকি সালমান ও লুলিয়া সহ-উপস্থাপন করবেন। অার এই গুজব জোরালো হয়েছে সালমানের সাম্প্রতিক একটি টুইটের মাধ্যমে। টুইটে লুলিয়ার রিয়েলিটি শোর একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন সালমান যা এবারই প্রথম। টুইট সালমান লিখেন, সমজ মে আইয়া? আর সবার মুখে হাসি উদ্রেক করেছে যে বিষয়টি তা হলো ভিডিও ক্লিপটি রুমানিয়ান ভাষায় অনূদিত। এ টু্ইটের মধ্য দিয়ে দুজন যে একসঙ্গে টিভি পর্দায় অাসছেন তার একটা বার্তা দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ