চলতি বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানশালী আগামী ২৪ ফেব্রুয়ারি তার ৫৩তম জন্মদিন পালন করবেন। এই দিনেই 'দেবদাস', 'রামলীলা'র মতো জনপ্রিয় মুভির এই নির্মাতা তার পরবর্তী মুভির ঘোষণা দিবেন বলে শোনা যাচ্ছে। মুভিটি ঘিরে যে বিষয়টি বেশি অালোচিত হচ্ছে তা হলো বানশালী নাকি তার নতুন মুভিটিতে বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্নার তৃতীয় ছেলে সাক্ষী খান্নাকে কাস্ট দিচ্ছেন। তবে অন্যান্য অভিনেতারও এতে ডাক পেতে পারেন বলে শোনা যাচ্ছে। দেখা যাক, শেষ পর্যন্ত বানশালী কাকে 'পিক' করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
'বাজিরাও মাস্তানি' দিয়ে এই বছর সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ৫২ বছর বয়সী বানশালী। পরিচালক হিসেবে এখন পর্যন্ত 'খামোশি', 'হাম দিল দে চুকে সনম', 'দেবদাস', 'ব্ল্যাক' ও 'গুলিয়ান কী রামলীলা'র মতো বেশ কয়েকটি ব্যবসাসফল মুভি দর্শকদেরকে উপহার দিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ