ছবির স্বার্থে তাঁরা সব সময়েই একফ্রেমে ধরা দিয়েছেন। সম্পর্কের জটিল অংক যতই থাক না কেন, ক্যামেরার সামনে সাইফ আলি, কারিনা কাপূর এবং শাহেদ কাপূর কখনোই ব্যক্তিগত সমীকরণকে প্রাধান্য দেননি। তার প্রমাণ পাওয়া গেছে 'উড়তা পাঞ্জাব' বা 'রেঙ্গুন'-এর ক্ষেত্রে। এবারের নয়া সংযোজন করণ জোহরের নতুন ছবি। ছবির নাম এখন পর্যন্ত ঠিক না হলেও সূত্রের খবর ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন নবাগতা সারা এবং ইশান খাট্টার।
প্রসঙ্গত, সারা হলেন সাইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা এবং ইশান হলেন শাহেদ কাপূরের ভাই। শোনা যাচ্ছে, নতুন এই জুটি নিয়ে দু'জনের পরিবারের তরফ থেকে কোনও বাধা তো আসেইনি বরং উৎসাহই দেওয়া হচ্ছে। এই নতুন জুটিকে বড়পর্দায় ঠিক কবে নাগাদ দেখতে পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এ বছরই শ্যুটিং শুরু হবে বলে খবর।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ