বলিউডে যেন বিয়ের ধূম পড়ে গেছে। সালমান খান, প্রীতি জিনতার পর এবার গুঞ্জন শোনা যাচ্ছে বিপাশা বসু ও করণ সিংহ গ্রোভরের বিয়ের খবর। তাও আবার আগামী মার্চেই।
২০১৫-তে একত্রে ‘অ্যালোন’ ছবিতে কাজ করেছেন বিপাশা-করণ। মুম্বাইতে বিভিন্ন পার্টিতে এক সঙ্গে দেখা গেছে তাঁদের। এমনকি ছুটি কাটাতে দেশের বাইরেও গিয়েছেন তাঁরা। যদিও প্রকাশ্যে নিজেদের ‘ভাল বন্ধু’ বলতেই অভ্যস্ত এই জুটি।
জানা গেছে, এতদিন করণ তাঁর সাবেক স্ত্রী জেনিভার উইনগেটের থেকে ডিভোর্স পাচ্ছিলেন না। সে কারণেই বিপাশার সঙ্গে বিয়েতে দেরি হচ্ছিল। এবার সে বাধা কেটে যাওয়ায় আর দেরি না করে বিয়েটা সেরে ফেলতে চাচ্ছেন দু'জনেই।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব