বলিউডের অভিনেতা, অভিনেত্রীদের বিলাসবহুল গাড়ি-বাড়ি, ঝাঁ চকচকে লাইফস্টাইল দেখে নিশ্চয়ই ভাবেন, কত পয়সা এদের! সত্যিই, এঁদের কেউ কেউ আজকাল অভিনয় করে যে পারিশ্রমিক নিচ্ছেন, তাতে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়।
তালিকায় সবার ওপরে আছেন বলিউডের 'কুইন' খ্যাত কঙ্গনা রনৌত। একটি সূত্র জানিয়েছে, সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া কঙ্গনা পারিশ্রমিক নিচ্ছেন প্রতি ছবিতে ১১ কোটি রুপি।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব