সিনেমায় নাম লেখাতে গেলে অভিনেত্রীদের নাকি অনেক কাঠখড় পোড়াতে হয়। খুঁটির জোর শক্ত না হলে অনেক সময় নাকি পরিচালক, প্রযোজক বা বিখ্যাত অভিনেতাদের যৌন চাহিদাও মেটাতে হয়। তবে বলিউডের কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর স্বীকারোক্তিতে এটাও জানা গেছে যে, শুধু অভিনেত্রী নয়, নবাগত অভিনেতাকেও অনেক কিছু খোঁয়াতে হয় এখানে।
এর আগে এ ব্যাপারে রণবীর সিংহ, কল্কি কোচলিন এবং কঙ্গনা রানাউত তাদের অভিজ্ঞতার কথা খোলাখুলি জানিয়েছিলেন। এই বার সেই তালিকায় যুক্ত হলো অভিনেতা আয়ুষ্মান খুরানার নামও। সম্প্রতি বলিউডের একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা জানান আয়ুষ্মান।
আয়ুষ্মানকে ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় বলিউডে 'কাস্টিং কাউচ' এর অস্তিত্ব আদৌ আছে কী না! উত্তরে আয়ুষ্মান জানান, ''আমার নিজেরই এই রকম অভিজ্ঞতা আছে| যখন আমি এই ইন্ড্রাস্ট্রিতে নতুন তখন একজন কাস্টিং ডিরেক্টার সোজাসুজি আমাকে বলেন যে ওঁর সঙ্গে বিছানায় 'পার্টনার' হলে তবেই উনি আমাকে অভিনয়ের সুযোগ করে দেবেন।''
চমকে উঠলেন! তাহলে কি তাঁকেও বলিউডে ব্রেক পাওয়ার জন্য কম্প্রোমাইজ করতে হয়েছিল?
এর উত্তরটাও বেশ চমকে দেওয়ার মতোই। আয়ুষ্মান বলেন, ''আমি ওঁকে সোজাসুজি জানিয়ে দি আমি 'গে' হলে তাও এই নিয়ে ভেবে দেখতাম| কিন্তু আমার পক্ষে এটা করা সম্ভব নয়|''
আয়ুষ্মান আরও বলেন, ''আমি মনে করি, যদি কেউ ট্যালেন্টেড হয় তাহলে তার এই সব করার প্রয়োজন হয় না। একদিন না একদিন সে নিজেকে প্রমাণ করবেই।''
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ