বলিউড সুপারস্টার সালমান খানকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পরই অপরাধীদের ধরতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
পুলিশ জানিয়েছে, এটি ভুয়ো ফোন কল। কোথা থেকে ফোনটি করা হয়েছে, তা জানতে পারলে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেছে পুলিশ।
তবে, সালমানের নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না পুলিশ। তাই ঘটনার পর থেকে বলিউড সুপারস্টারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব