সানি লিওনকে এবার দেখা যাবে শর্ট ফিল্মে। বিপরীতে অভিনয় করেছেন অলোক নাথ। যিনি বলিউডে সাধারণত দয়ালু পিতা ও ধার্মিক চরিত্রে অভিনয় করে থাকেন। ছবিটিতে অলোক নাথ ও সানি লিওনের সঙ্গে অভিনয় করেছেন দীপক দোব্রিয়াল। শর্ট ফিল্মটির নাম 'অউর দিখাও'।
আদ্যান্ত হাসির শর্ট ফিল্মটি ইতোমধ্যেই ইউটিউববে দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে। ১১ মিনিট দীর্ঘ ছবিটিতে সানি লিওনও নাকি দুর্দান্ত অভিনয় করেছেন। অনেক দিন ধরেই ছবিটি নিয়ে চর্চা চলছিল। এবার তা মুক্তি পেল ইউটিউবে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব