অনীল কন্যা সোনম কাপুর অভিনীত 'নীরজা' বলিউড বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। মুক্তির পাঁচ দিনের মধ্যেই মুভিটি ২৯.১২ কোটি রুপি আয় করেছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে এক পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন। রাম মাধভানি পরিচালিত 'নীরজা' গত ১৯ ফেব্রুয়ারি মুক্তি পায়। খবর ইন্ডিয়া টুডে'র
পাকিস্তানের করাচি বিমানবন্দরে ১৯৮৬ সালে প্যান অ্যামের মুম্বাই-নিউইযর্ক 'ফ্লাইট ৭৩' ছিনতাইয়ের শিকার হয়। ছিনতাইয়ের সময় 'নীরজা ভানোট' নামে বিমানটির একজন সেবিকা সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান। ফ্লাইটের যাত্রীদের বাঁচানোর চেষ্টা করতে গিয়েই তাকে প্রাণ দিতে হয়। এই ঘটনার উপর ভিত্তি করেই মুভিটি তৈরি করা হয়েছে। মুভিটিতে নীরজা ভানোটের চরিত্রে অভিনয় করেছেন সোনম।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ