পাঁচ বছরের সাজা শেষে অবশেষে আজ মুক্তি পেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ইয়েরওয়াদা কেন্দ্রীয় জেল থেকে আজ তাকে মুক্তি দেয়া হয়। ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলার ঘটনায় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল মহারাষ্ট্রের বিশেষ একটি আদালত।
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলায় ২৫৭ জন প্রাণ হারান। এ হামলার সঙ্গে যোগসাজশে একই বছরের এপ্রিলে গ্রেফতার হন সঞ্জয়। অবৈধ স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রাখার দায়ে ১৯৯৬ সালে দোষী সাব্যস্ত হন তিনি। তখন দেড় বছর জেল খাটেন তিনি। এরপর বোম্বে হাইকোর্ট ২০১৩ সালে তাকে পাঁচ বছরের সাজা দেন। যেহেতু ইতোমধ্যে তিনি দেড় বছর সাজা খাটেন তাই এবার তিনি সাড়ে তিন বছর সাজা খেটেই মুক্তি পেলেন। তবে সাজাকালীন তাকে বারবার প্যারোলে মুক্তি দেয়া নিয়ে বেশ বিতর্ক হয়। গতকালও এক সমাজকর্মী বোম্বে হাইকোর্টের কাছে আবেদন করেছিল সঞ্জয়কে মুক্তি না দেয়ার জন্য। এই অভিনেতাকে মুক্তি দেয়া হলে তা বন্দীদের সঙ্গে অন্যায়ের সামিল হবে বলে আবেদনে বলেন তিনি।
এদিকে, মুক্তি পাওয়ার পর এই কয়েকটি দিন সঞ্জয় তার পরিবারের সঙ্গেই কাটাবেন বলে একটি সূত্র জানায়।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ