কিম কর্দাশিয়ান। একাধারে মডেল এবং টেলিভিশন পার্সোন্যালিটি। তাঁর গুণের অন্ত নেই। অনেক কিছুর জন্যই বিখ্যাত এ সেলিব্রেটি। সেই সঙ্গে তাঁর নিতম্বের জন্যেও। এ কারণে বলিউড অভিনেতা সালমান যেমন সুযোগ পেলেই শার্ট খুলে মাসল দেখান, কিমও মডেলিং হোক, আর পরিবার নিয়ে সমুদ্র সৈকতে হাটাহাটি হোক, নিতম্বের প্রদর্শন করতে ভুল করেন না। অনেকই বলেন, সামনে থেকে তিনি যেমন সুন্দরী ঠিক তেমনই পিছন থেকে দেখতে আকর্ষণীয়। কিন্তু এখন শোনা যাচ্ছে যে নিতম্ব নিয়ে কিমের এত বাহাদুরি সেটা নাকি 'নকল'।
খবরটা শুনে অনেক ভক্তই হয়ত একটু ধাক্কা খাবেন। তাঁর বড় আকর্ষণটিই আসল নয়! আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের গসিপ নিউজে এমনটিই জানানো হয়েছে। কিমের নিতম্ব নাকি আসলের নামে একটি বড় ধোঁকা। তিনি নাকি অস্ত্রোপচারের মাধ্যমে সিলিকন বসিয়ে নিতম্ব বড় বানিয়েছেন।
কে জানে কোনটা সত্য! তবে এ সংবাদ যে ইন্টারনেটে কিমের কদর আরও বাড়িয়ে দেবে তাতে সন্দেহ নেই। নকল হোক আর আসল, সেটা যাচাই করতে হলেও অনেকে এরপর কিমের ছবি ও ভিডিও সাইটগুলোয় একবার ঢু মারবেন নিশ্চয়ই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন বস্ত্রহীন কিমকে। তবে সত্যিটা হয়ত কিম নিজে আর তার স্বামী কেনি ওয়েস্টই বলতে পারবেন।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ