ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধনগ্ন ছবি পোস্ট করে আলোচনায় এলেন মার্কিন মডেল ও অভিনেত্রী এমিলি রাতাজকাউস্কি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি পোস্ট করে এর আগেও ভাইরাল হয়েছেন তিনি। এবার টপলেস দু'টো ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী।
গত বৃহস্পতিবার এমিলি অর্ধনগ্ন দু'টি স্থিরচিত্র পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দুটি ছবিতেই তিনি পুরোপুরি টপলেস। একটি ছবিতে তাকে ক্লিভেজ দেখাতে দেখা গেছে। তবে তাতে তার মুখের অর্ধেক অংশ দেখা যাচ্ছে।
ছবির ক্যাপশন দিয়েছেন টুডে। পূর্বের মতো এবারও ছবি দু'টি ভাইরাল হতে সময় লাগেনি।
অ্যান্ড্রু অলটারনেটিভ শিরোনামের শর্ট ফিল্মে ২০০৪ সালে অভিনয় করেন এমিলি।
এরপর ২০০৫ সালে অভিনয় করেন এ ইয়ার অ্যান্ড এ ডে গার্ল সিনেমায়। তারপর কেটে গেছে অনেকটা সময়।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ