ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলির সঙ্গে কথিত বিচ্ছেদ নিয়ে কোনো কথাই বলছেন না অভিনেত্রী আনুশকা শর্মা। কোহলিও কারো ব্যক্তিগত [সাবেক বান্ধবীকে ইঙ্গিত করে] ব্যাপারে কথা বলতে চান না। একটি এনডোর্সমেন্ট অনুষ্ঠানে সম্প্রতি এমনটিই বলেছেন ভারতীয় এই ক্রিকেটার। যদিও খবর বেরিয়েছে যে, কোহলি নাকি আনুশকার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এমন খবরের সত্যতা পাওয়া যায়নি।
যাহোক, সর্বশেষ খবর হলো কোহলির সঙ্গে বিচ্ছেদের পর থেকে আনুশকা নাকি ক্রিকেট ম্যাচ দেখা-ই ছেড়ে দিয়েছেন! আর তার সাবেক বয়ফ্রেন্ড নিয়ে কোনো রকম কথা বলতে চান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। স্থানীয় সেলিব্রেটি মিডিয়া 'মিড ডে' তাদের সর্বশেষ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
এদিকে, আনুশকা তার নিজের প্রডাকশনের মুভি 'ফিলৌরী' নিয়ে এখন বেশ ব্যস্ত আছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ