বিশ্বে সিনেমা জগতের সবচেয়ে খ্যাতিসম্পন্ন 'দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' খ্যাত অস্কারের এবার ৮৮তম বার্ষিক আসর অনুষ্ঠিত হচ্ছে। এর রেড কার্পেটে এবার পা পড়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। ফ্যাশন ডিজাইনার জুহাইর মুরাদের ডিজাইন করা একটি সাদা পোশাক পরে তিনি অস্কারের বিশাল লাল কার্পেটে আজ সকালে পা রাখেন। গায়ে স্বচ্ছ ও সাহসী সাদা পোশাক এবং কানে ডায়মন্ডের রিংয়ে প্রিয়াঙ্কাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। লাল কার্পেটে নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রিয়াঙ্কা নিজেকে এককথায় 'রাজকন্যার মতো' অনভূতি হচ্ছে বলে জানান।
অস্কারের ৮৮তম আসরে প্রিয়াঙ্কা মূলত একজন অ্যাওয়ার্ড প্রিজেন্টার হিসেবে যোগ দিয়েছেন। কোনো একটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করবেন বলিউড এ অভিনেত্রী। অস্কারের অন্য প্রিজেন্টাররা হচ্ছেন রায়ান গসলিং, স্টিভ কারেল, জারেদ লেতো, জুয়ালিন মুর, মারগত রুবি, জেসন সেজেল, কেরি ওয়াশিংটন ও রিজ উইদারস্পুন।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার হলিউডের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৮৮তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে। এতে ২৪টি ক্যাটাগরিতে অস্কার দেয়া হবে। খবর হিন্দুস্থান টাইমস'র
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ