শুটিং করতে গিয়ে ফের হাতে আঘাত পেলেন পরীমণি। মঙ্গলবার বিকেলে চাঁদপুরে গিয়াসউদ্দিন সেলিমের 'স্বপ্নজাল' ছবির শুটিং করতে গিয়ে দূর্ঘটনার শিকার হন হালের আলোচিত এই অভিনেত্রী। রেললাইনের স্লিপার ট্রলি থেকে ছিটকে পড়ে হাতে আঘাত প্রাপ্ত হন পরী। এছাড়া শরীরের বেশ কয়েকটি স্থানে কেটে যায়। এ সময় সহ-অভিনেতা রোহানও আহত হন। পায়ে আঘাত পান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরী বলেন, 'সবার দোয়ায় আজ বেঁচে গেছি। চলতি ট্রলি থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম। হঠাৎ ব্যালেন্স হারিয়ে ফেলি আমরা। ততক্ষণে যা হবার হয়ে গেছে। অর্থাৎ হাতে বেশ আঘাত পাই। এছাড়া হাটু এবং গোড়ালি কেটে যায়।'
তিনি আরো বলেন, 'প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ডাক্তারের শরনাপন্ন হই। এ-ক্সরে করার পর ডাক্তার জানান, হাতের হাড় না ভাঙ্গলেও মচকে গেছে। তাই কয়েকটা দিন এ হাতটাকে সাপোর্টিং ব্যাগে ঝুলিয়ে রাখতে হবে। '
উল্লেখ্য, রানা প্লাজা ছবির শুটিং-এর সময় এই একই হাতে আঘাত প্রাপ্ত হন পরীমণি।