সেদ গর্ডন পরিচালিত 'বেওয়াচ' মুভির মধ্য দিয়ে হলিউডের সিনেমা জগতে পদার্পণ ঘটছে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার তা অনেকটা পুরনো খবর। নতুন খবর হলো, মুভিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে। মিয়ামিতে মুভিটির শুটিং হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে শুটিং সেটের কয়েকটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। নির্মাতা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স গত সপ্তাহেই শুটিং শুরু করার কথা এক বিবৃতিতে জানিয়েছিলেন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
আগামী বছরের ১৯ মে মুক্তি পাবে 'বেওয়াচ'। মুভিটিতে প্রিয়াঙ্কা ছাড়াও আছেন জনপ্রিয় অভিনেতা ও রেসলার ডোয়াইন জনসন। মুভিটিতে একজন ভিলেনের চরিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে যে কিনা ইতোমধ্যে মার্কিন টিভি সিরিজ 'কানটিকো' দিয়ে আন্তর্জাতিক টিভি জগতে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।
গত শতাব্দীর নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ 'বেওয়াচ'র ফিল্ম সংস্করণ হচ্ছে 'বেওয়াচ'।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ