বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি। তবে যে শুধু কণ্ঠশিল্পী, তা কিন্তু নয়। নাটক এবং টেলিছবিতেও তিনি সমান জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার বাস্তব প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি তিনি ফেসবুকে নতুন এক মাইলফলক অতিক্রম করেছেন।।
বর্তমানে তাহসানের ফেসবুক ভেরিফাইড পেজে লাইকের সংখ্যা ৪০ লাখ! অর্থাৎ তাহসান কি করছেন, না করছেন তা জানতে ফেসবুকে তার পেজে ৪০ লাখ মানুষ তাকে নিয়মিত ফলো করছে! এজন্য ভক্তদের এমন ভালোবাসায় সিক্ত তাহসান শুভেচ্ছাও জানিয়েছেন।
শুক্রবার ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘৪০ লক্ষ বৃদ্ধ আঙ্গুল/সংখ্যা দিয়ে বোঝা যায় না/কোনো ভালোবাসার আকুলতা/ব্যস্ত সবাই জানলো না কেউ/সংখ্যার প্রতিকুলতা/তারই মাঝে সংখ্যা যখন/সুখের বার্তা হয়ে/যশের আবরন একটু হলেও/কূলে নিয়ে আসে বয়ে/সজ্ঞানে প্রস্থান আমার /যখন বৃহষ্পতি তুঙ্গে/এমনই হবে কবির প্রয়াণ/বৃদ্ধ আঙ্গুলের সঙ্গে। ধন্যবাদ’
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৬/মাহবুব