বলিউডের 'কুইন' খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওত নিজেকে 'আনওয়ান্টেড' চাইল্ড বলে বর্ণনা করেছেন। নিজের বাবা-মা-ই তাকে নয়, বরং একটা ছেলে সন্তান চেয়েছিলেন বলে জানিয়ে একথা বলেন জাতীয় চলচ্চিত্র পু্রস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। গতকাল আন্তর্জাতিক নারী দিবসে নিজের ব্যক্তিগত জীবন শেয়ার করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
কঙ্গনার জানান, তার মা-বাবার প্রথম সন্তান মারা যায় মাত্র ১০ দিন বয়সে। বংশের প্রদীপ এই পুত্র সন্তানটির নাম দেওয়া হয়েছিল হিরো। তার পর কঙ্গনার দিদি রঙ্গোলির জন্ম হয়। দিদির পর যথন তার জন্মের পালা আসে পরিবারের সকলেই পুত্র সন্তান আশা করেছিলেন।
নারী হওয়ায় কঙ্গনাকে শৈশবে অনেক বঞ্চনা-হয়রানির শিকার হতে হয়েছে বলেও জানান এই অভিনেত্রী। বলিউডে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। তাই এখন নিজেকে পুরুষ অভিনেতাদের চেয়ে কোনো অংশে কম মনে করেন না কঙ্গনা। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ