এশিয়ান টিভির সিনেমার বাজার বিষয়ক অনুষ্ঠান মুভি বাজার-এর গৌরবময় ১২৫ সপ্তাহের বিশেষ পর্বের বিশেষ অতিথি চলচ্চিত্র ব্যক্তিত্ব ফারুক। তার সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে সিনেমার সোনালী দিন, সংকটের সূচনা, সিনেমার পলিটিক্স, জুটি প্রথা, নায়ক ও অভিনেতার তফাৎ, সিনেমার উন্নয়নে আমদানি-রপ্তানি বা যৌথ প্রযোজনা কোন ভুমিকা রাখতে পারে কি না এমনি নানা প্রসঙ্গ।
মুভি বাজার পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন। প্রযোজনা করেছেন নূরুল আলম তরিত। আজ বৃহস্পতিবার প্রচার হবে ফারুক কে নিয়ে মুভি বাজার ১২৫ উৎসবের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার।
উল্লেখ্য মুভি বাজার রজত জয়ন্তী ২৫ তম পর্বে অতিথি হয়েছেন রাজ্জাক, সূবর্ণ জয়ন্তী ৫০ তম পর্বে সোহেল রানা, হীরক জয়ন্তী ৭৫ তম পর্বে ফেরদৌস এবং মুভি বাজার ১০০ তম পর্বে অতিথি হয়েছেন জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৬/ রশিদা