ব্লকবাস্টার 'কিক'-এ সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। সম্প্রতি সালমান কিক-এর সিকুয়েলে তাঁর বিপরীতে নাম ঘোষণা করলেন নতুন নায়িকার। কে সে?
সবাইকে আবাক করে সালমান এই ছবিতে তার বিপরীতে 'হিরোপান্তি', 'দিলওয়ালে'-খ্যাত কৃতী শ্যাননের নাম ঘোষণা করেন। শুধু জ্যাকলিন নন, কিক- ২ এ সালমানের বিপরীতে অভিনয়ের জন্য 'সিং ইজ ব্লিং'-এর নায়িকা অ্যামি জ্যাকসন পা বাড়িয়ে ছিলেন। কিন্তু সবাইকে টপকে দাবাং হিরোর বাহুডোরে জায়গা করে নিলেন কৃতী। এই ছবিতে সালমানের দ্বৈত অভিনয়। আগামী বছর শ্যুটিং ফ্লোরে যাবে ছবিটি।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/ এস আহমেদ