প্রতি বছর ২০ মার্চ সারা বিশ্বের ফ্রাঙ্কোফোন বা ফরাসি ভাষী দেশগুলো আন্তর্জাতিক ফ্রাঙ্কোফোনি দিবস উদযাপন করে। এরই ধারাবাহিকতায় আজ থেকে বাংলােদেশেও সপ্তাহব্যাপী 'ফ্রাঙ্কোফোনি উৎসব ২০১৬' শুরু হয়েছে। বাংলাদেশস্থ আলিয়ঁস ফ্রঁসেস এর ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে এ উৎসবের আয়োজন করেছে। এ উৎসব চলবে ২০ মার্চ পর্যন্ত।
'ফ্রাঙ্কোফোনি সপ্তাহ' পালনের কর্মসূচির মধ্যে ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেসে রয়েছে রান্নাবান্নার প্রতিযোগিতা, ইন্টার ইউনিভার্সিটি বিতর্ক প্রতিযোগিতা, অনুবাদ প্রতিযোগিতা, শর্ট মুভি প্রদর্শনীসহ নানান আয়োজন। আর চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেস আগামীকাল থেকে শুরু হবে এ উৎসব। সেখানেও উৎসব পালনে নেয়া হয়েছে নানা কর্মসূচি। সেইসঙ্গে অালিয়ঁস ফ্রঁসেসের গুলশান শাখায়ও নেয়া হয়েছে নানা কর্মসূচি।
উৎসব উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৬ মার্চ সকাল ১০টায় 'প্রিজারভেশন অ্যান্ড প্রটেকশন অব মাদার ল্যাংগুয়েজেস' শীর্ষক একটি রাউন্ডটেবিল অনুষ্ঠিত হবে। এতে রধান অতিথি হিসেবে থাকবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী থাকবেন বিশেষ অতিথি। এছাড়া এতে ঢাকাস্থ ফ্রাঙ্কোফোনি দেশগুলোর রাষ্ট্রদূতরা অংশ নিবেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী।
এদিকে, 'ফ্রাঙ্কোফোনি সপ্তাহ' উদযাপনের অংশ হিসেবে ২০ মার্চ সকাল ১১টায় ঢাকার খিলক্ষেতস্থ হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হবে ফ্রাঙ্কোফোনি চেম্বার অব কমার্সের উদ্যোগে 'বাংলাদেশ এবং ফ্রাঙ্কোফোন দেশসমূহের বাণিজ্য' শীর্ষক সেমিনার।
উল্লেখ্য, ঢাকাস্থ ফ্রাঙ্কোফোনি অর্থাৎ ফরাসি ভাষী দেশগুলোর মিশন হলো কানাডিয়ান হাইকমিশন, মিশর দূতাবাস, ফরাসি দূতাবাস, মরক্কো দূতাবাস, কাতার দূতাবাস, সুইজারল্যান্ড দূতাবাস এবং ভিয়েতনাম দূতাবাস।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ