নিজের বাবা-মায়ের কাছে যে তিনি ‘আনওয়ান্টেড চাইল্ড’ তা আগেই জানিয়েছিলেন বলিউডের 'কুইন' খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার বোমা ফাটালেন কঙ্গনার বাবা অমরদীপ রানাউত। তিনি বললেন, ‘‘কঙ্গনার জন্মের সময় হিমাচল প্রদেশের যে গ্রামে আমরা থাকতাম সেখানে সে সময় মেয়ে হওয়াকে খুব খারাপ নজরে দেখা হত। তাই মেয়ের জন্মের পর আমাদের গ্রামে কোনও আনন্দ উৎসব হয়নি। চারিদিকে এতটাই স্তব্ধতা ছিল, মনে হয়েছিল যেন কারও মৃত্যুর পর শ্রাদ্ধ হচ্ছে!
কঙ্গনার দিদি রঙ্গোলি জানিয়েছেন, বোনের জন্মের পর তাঁদের বাড়িতে এলাকার বিভিন্ন মানুষ ও আত্মীয় স্বজনেরা এসে হতাশা প্রকাশ করে গিয়েছিল। তাঁদের মা মন থেকে কখনই মেনে নিতে পারেননি যে, তাঁর ফের একটি কন্যা সন্তান হয়েছে। এ সব ঘটনা কঙ্গনার ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল বলে দাবি তাঁর। এমনকি এখনও তাঁদের গ্রামের পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। তাই কঙ্গনা কন্যাভ্রূণ হত্যার বিপক্ষে এতটা সরব, জানিয়েছেন রঙ্গোলি।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব