'এক্সএক্সএক্স' সিরিজের তৃতীয় সংস্করণ 'এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেইজ' দিয়ে সম্প্রতি হলিউডে পদার্পণ ঘটেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। সৌন্দর্য্য ও অভিনয় দক্ষতা নিয়ে এই অভিনেত্রী বলিউডে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন। সেই সুবাদে পেয়েছেন অগণিত ভক্ত। 'এক্সএক্সএক্স'র নতুন সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ছাড়িয়ে হলিউডেও সুখ্যাতি পাচ্ছেন তিনি। এর মধ্যে মুভিটির সহ-অভিনেতা ভিন ডিজেলের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। এবার দীপিকার হলিউড ভক্তের কাতারে সামিল হলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অভিনেতা ও মডেল রুবি রোজ। দীপিকাকে তিনি এককথায় 'চমৎকার নারী' বলে বর্ণনা করেছেন।
টুইটারে এক বার্তায় রুবি রোজ লিখেন, 'কোথা থেকে শুরু করবো... সে অনেক বিনয়ী, অনেক সুন্দর। একজন মেধাবী অভিনেত্রী সে। তাকে আমার ভালো লাগে। আপনি একজন চমৎকার নারীর ভক্ত।'
দীপিকার এক ভক্ত টুইটারে রুবি রোজের কাছে বলিউডের এ অভিনেত্রীর ব্যাপারে জানতে চেয়েছিল। এর জবাবেই পোস্টটি করেন মিসেস রুবি। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১২ মার্চ ২০১৬/শরীফ