বলিউড অভিনেতা সালমান খানকে 'উদার ও দানশীল' মানুষ হিসেবেই চেনে অনেকে। তার পক্ষে গরিব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে অর্থ দিয়ে সহায়তার খবর প্রায়ই শোনা যায়। আর সহকর্মীদেরতো প্রায়ই উপহার দেন। এছাড়া বলিউডে অনেকের কাছেই বিশেষ করে নবাগতদের কাছে তো সালমান 'গডফাদার' হিসেবেই বিবেচিত। এরই ধারাবাহিকতায় সালমান ফের নিজের দানশীল হৃদয়ের বহিঃপ্রকাশ ঘটালেন।
'জেই হো' মুভির সহ-অভিনেত্রী ডেইজি শাহকে নাকি সালমান সোয়ানকি ব্রান্ডের একটি দামী গাড়ি উপহার দিয়েছেন। অবশ্য সহ-অভিনেত্রীদের গাড়ি উপহার দেয়ার ঘটনা সালমানের এটাই প্রথম নয়। এর আগে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকেও একটি দামী গাড়ি দিয়েছিলেন তিনি। যদিও ক্যাট পরে সম্পর্ক ভাঙার পর গাড়িটি বিক্রি করে দিয়েছেন বলে শোনা গেছে। ডেইজি শাহকে গাড়ি উপহার দেয়ার ঘটনায় ক্যাটের কী অনুভূতি হয় তা-ই এখন দেখার বিষয়। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ