বলিউডের নতুন লড়াই। প্রেম থেকে কাদা ছোঁড়াছুড়ি। হৃতিক রৌশন বনাম কঙ্গনা রানাউত। বেশ কিছু দিন ধরে দু'জনকে নিয়ে জলঘোলা চলছিল। এবার তা আরও একধাপ এগিয়ে গড়াল আদালত পর্যন্ত।
সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে 'আশিকি ৩' নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি হৃতিককে 'সিলি এক্স' বলেছিলেন। আর এখানেই আপত্তি তোলেন হৃতিক। তিনি জানান, কঙ্গনার সঙ্গে তাঁর এরকম কোন সম্পর্ক ছিল না। তাঁকে 'এক্স' বলে তাঁর সম্মান হানি করেছেন কঙ্গনা।
প্রথমে এর জন্য 'কুইন'কে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চাওয়ার কথা বলেন হৃতিক। কিন্তু কঙ্গনা জানান, তিনি নাকি এরকম কিছু বলেননি। এরপরই কঙ্গনাকে আইনি চিঠি পাঠান হৃতিক। তবে চুপচাপ হজম করার মেয়ে কঙ্গনা নন। পাল্টা চিঠি তিনিও পাঠিয়েছেন। অভিযোগ, কঙ্গনাকে হুমকি দিয়েছেন হৃতিক।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব