TOIFA অ্যাওয়ার্ড উপলক্ষে দু'দিন আগেই দুবাইয়ে পা রাখলেন কিং খান। আর গতকাল সেখানে পৌঁছে গেলেন দাবাং হিরো। এখানেই শেষ নয়, বিমানবন্দরে আরও দেখা গেল মিস্টার পারফেকশনিস্টকে। তাহলে TOIFA অ্যাওয়ার্ড কি এক ছাতার তলায় আনতে যাচ্ছে বলিউডের তিন খানকে?
শাহরুখ, সালমান আর আমির খানকে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। TOIFA-র মঞ্চে কি এক ফ্রেমে দেখা যাবে ৩ খানকে? অবশ্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কে কোথায় গেছেন তা নিয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। তবে সূত্র জানায়, TOIFA-র ভেন্যুতে শাহরুখ আর সালমানকে পারফরম্যান্সের প্রস্তুতি নিতে দেখা গেলেও কোথাও দেখা যায়নি আমির খানকে। তাই তিন খানকে এক ফ্রেমে দেখা যাবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনো জানা যায়নি!
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা