বলিউড অভিনেত্রী কারিনা কাপুর নাকি এ বছর হোলি খেলবেন না! আর এটা নিয়েই জল্পনা শুরু হয়ে গেছে বলিউডে মহলে। কারও কারও সাইফ আলী খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কটা ভালো যাচ্ছে না তার। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন নায়িকা।
সম্প্রতি করিনার মুখে বেশ কয়েকবার তাঁর নতুন ছবির ‘কি অ্যান্ড কা’-র নায়ক অর্জুন কাপুরের প্রশংসা শোনা গেছে। ছবিতে একাধিকবার অর্জুনকে চুমুও খেয়েছেন করিনা। শুধু তাই নয়, মাস খানেক আগে নাকি গভীর রাতে অর্জুন কারিনাকে ফোন করায় বেজায় চটেছিলেন সাইফ। তবে কি সেই সব নিয়েই দু’জনের মধ্যে মন কষাকষির কারণেই রংয়ের উৎসবে মাতবেন না কারিনা। এমন গুঞ্জন এখন বলিউড মহলে?
করিনা অবশ্য অন্য কথা বলছেন। তার মতে, নতুন ছবি ‘কি অ্যান্ড কা’-র জন্যই তিনি হোলি খেলবেন না। কারণ, ১ এপ্রিল মুক্তি পেতে চলেছে কারিনা-অর্জুন জুটির এই ছবি। আর, ছবি মুক্তির আগে প্রচারে ব্যস্ত থাকবেন বলেই তিনি হোলি খেলবেন না।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব