বলিউডি গানের তালে পা মেলাবেন জ্যাকি চ্যান। ইন্দো-চাইনিজ প্রোডাকশন ‘কুং ফু যোগা’র সেই গানের কোরিওগ্রাফি করবেন ফারহা খান।
ছবিতে রয়েছেন সোনু সুদ, দিশা পাটানি এবং আমিরা দস্তুরও। সোনুর প্রস্তাবেই ফারহা কোরিওগ্রাফ করছেন গানটির। আর এই প্রথম নিজের ছবিতে গানের দৃশ্য রাখতে রাজি হয়েছেন জ্যাকি চ্যান।
এর পিছনেও রয়েছেন সোনু! রাজস্থানের জোধপুর প্যালেস-সহ বেশ কয়েকটি জমকালো জায়গায় শ্যুট করা হবে গানটি। এর জন্য আগামী মাসেই ভারতে আসছেন জ্যাক।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন