এক সাংবাদিক ও এক ক্যাবারে ডান্সারের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ছবি 'ক্যাবারে'। বলিউডের এই ছবির প্রযোজক টি-সিরিজের ভূষণ কুমার। সহ-প্রযোজক পূজা ভাট। এবার মুক্তি পেল 'ক্যাবারে’র ট্রেলার।
ছবিতে ক্যাবারে ডান্সারের ভূমিকায় অভিনয় করেছেন রিচা চড্ডা। রিচা এর আগে ‘গ্যাংস অব ওয়াসেপুর’ এবং ‘রামলীলা’য় অভিনয় করে শিরোনামে থেকেছেন। 'ক্যাবারে' ছবির ট্রেলারে লাস্যময়ী ক্যাবারে নর্তকীর ভূমিকায় তিনি অনবদ্য।
ছবির পরিচালক কৌস্তুভ নারায়ণ নিয়োগী এর আগে বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন। ‘ক্যাবারে’ ছবি দিয়েই বলিউডে তার ছবি পরিচালনায় হাতেখড়ি।
দেখুন 'ক্যাবারে'র ট্রেলর:
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৬/ রশিদা