ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির জয়জয়কার। গতকালের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের হিরোও তিনি। গোটা মোহালি মোবাইল টর্চ জ্বালিয়েছে, সব আলো বিরাটে। আর বিরাটের সাফল্যের আনন্দ উদযাপনটা পুনম পাণ্ডে করেন ভিন্নভাবে। রানের সঙ্গে পাল্লা দিয়েই তিনি খোলামেলা হন।
পুনম আগেও যা করেছেন, এখনও তাই করেন। রানের গতি বাড়ে, পুনমের খোলামেলা হওয়ার গতিও বাড়ে। ৫১ বলে ৮২ রানের ইনিংস বিরাটের। 'পুনম ইন ওনলি টু পিস'। টুইটারে কেউ কেউ মজা করে বার্তা দিয়েছেন, ভাগ্যিস বিরাট সেঞ্চুরি করার সুযোগ পাননি। তাহলে যে কি হতো তা বলাই বাহুল্য!
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা