ভয়ের দিক থেকে 'দ্য এক্সরসিস্ট'-কে হারিয়ে দিয়েছিল 'দ্য কনজিউরিং'। কিন্তু তারচে'ও বেশি ভয় নিয়ে অাসছে 'দ্য কনজিউরিং'-এর দ্বিতীয় পর্ব। ছবির প্রযোজক-পরিচালকের দাবি, ছবির দ্বিতীয় পর্বটা আরও বেশি ভয় পাইয়ে দেওয়ার মতো!
'দ্য কনজিউরিং ২' দিয়ে ফের ফিরে এলেন প্যাট্রিক উইলসন আর ভেরা ফারমিগার জুটি। ডেমনোলজিস্ট ওয়ারেন দম্পতির ভূমিকায়। এবারের পর্বে দেখা যাবে দুনিয়ার এক অমীমাংসিত রহস্যে মোড়া অ্যামিটিভিলের কাহিনী। ইংল্যান্ডের এই অ্যামিটিভিলে বাড়ি এখনও তার ভুতুড়ে কাণ্ড-কারখানার জন্য কুখ্যাত হয়ে আছে দুনিয়ায়। কী হতো সেই বাড়িতে? কীভাবেই বা সেই ভুতুড়ে রহস্যের মীমাংসা করবেন ওয়ারেন দম্পতি? তারই কয়েক ঝলক দেখে নিতে পারেন নিচের ভিডিও লিঙ্ক থেকে।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ, ২০১৬/ রশিদা