প্রজাপতি মেয়ের গায়ে এসে বসেছিল আগেই! এবার, বসতে চলেছে বিয়ের কার্ডেও। শোনা যাচ্ছে, সামনের মাসেই বিয়েটা সেরে ফেলতে চাইছেন বিপাশা বসু আর করণ সিং গ্রোভার। মুম্বাইয়ের একটি পত্রিকার খবর যদি সত্যি হয়, তবে বিয়ের তারিখ ৩০ এপ্রিল!
বিপাশার ভক্তরা খবরটা পেয়ে একটু দুঃখ পেলেও পেতে পারেন। কিন্তু, নায়িকার পক্ষে আপাতত এর চেয়ে খুশির খবর আর নেই। যে দিন থেকে অ্যালোন ছবিটা সই করেছিলেন তিনি, সেই তখন থেকেই তো করণ সিং গ্রোভারের সঙ্গে চলছে তাঁর প্রাণের খেলা। শুধু বাধা ছিল করণের মা। তিনি কোনমতেই পুত্রবধূ হিসেবে মেনে নিতে চাইছিলেন না বিপাশাকে। কিন্তু ছেলে তো বিপাশাতে কুপোকাত। তাই করণের মা নাকি এবার মত দিয়েছেন।
তাই আর ঝুঁকি নিতে চাইছেন না এই যুগল, ফের যদি মায়ের মন ঘুরে যায়। তাই তো আগামী মাসেই সাতপাকে বাঁধা পড়তে চাইছেন তারা।
আপাতত, বেশ ভালভাবেই চলছে দুই পরিবারে বিয়ের প্রস্তুতি। দুই পরিবারই প্রথম দিকটায় একটু আপত্তি করলেও অবশেষে সায় দিয়েছেন বিপাশা-করণের সম্পর্কে।
শোনা যাচ্ছে, বিয়েটা সম্ভবত হবে মুম্বাইয়ের তাজ হোটেলে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ ২০১৬/ এস আহমেদ