মৌ আক্তার রংপুরের মেয়ে। শখে গান করলেও বর্তমানে গানে নিয়মিত হয়েছেন। ছোটবেলা থেকে বাবা আকতার আলীর নিকট গানের তালিম নেন। এরপর ওস্তাদ আবু জাহান চন্দনের নিকট ক্লাসিক্যাল সঙ্গীতে তালিম নেন। একমাত্র বড় ভাই মাহফুজার আজাদও সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ডিজে রাহাত ফিচারিংয়ে এবার নতুন একটি গান করেছেন মৌ। গানের শিরোনাম এখনও ঠিক হয়নি। তবে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর টিউন ও সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম।
এ গানটি প্রসঙ্গে মৌ আক্তার বলেন, 'ছোটবেলা থেকে গানের সঙ্গে রয়েছি। রাহাত ভাইয়ের ফিচারিংয়ে গানটি সকলের পছন্দ হবে বলে আশা করছি।'
আশা ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করা মৌ ক্যাম্পাসে গানের প্রতিযোগিতায় 'আশা আইডল' হিসেবে নির্বাচিতও হয়েছেন।
এরইমধ্যে একাধিক দেশে গান করে শ্রোতা মাতিয়েছেন তিনি। আগামী এপ্রিলের মাঝামাঝি স্টেজ শোর জন্য বেলজিয়াম যাচ্ছেন তিনি।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৬/মাহবুব