বিয়ের পর প্রথমবার ভারতে পা রাখলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ৪১ বছরের নায়িকা তার আইপিএল দল কিংস ইলেভেন পঞ্জাবকে সমর্থন করতে ইন্ডিয়া এসেছেন। কিন্তু প্রীতির সঙ্গে আসেননি তাঁর স্বামী জেনে গুডএনাফ।
জেনের না আসা নিয়েই আপাতত জল্পণা তুঙ্গে। তবে প্রীতি সেই বিষয়ে কিছু জানাননি। ইন্ডিয়াতে পা দিয়েই নিজের প্রিয় 'কাটিং চা'-এর গ্লাস হাতে টুইটারে ছবি দিয়েছেন তিনি। এরপর নিজের পুরানো বান্ধবী ও ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালার সঙ্গে ছবিও তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকায় নিজের পুরানো বন্ধু জেনকে বিয়ে করেন প্রীতি। কিন্তু এখনও অবধি বিয়ের অনুষ্ঠানের কোনও ছবি তিনি প্রকাশ করেননি। কবে করবেন সেই বিষয়েও কিছু জানাননি। তবে এখন দেখার আইপিএল চলাকালীন প্রীতির দল কিংস ইলেভেনকে সমর্থন করতে তার স্বামী জেনে ভারতে আসেন কিনা?
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন