সব গুজব ও খবরকে সত্যি প্রমাণিত করে অবশেষে বিয়ের দিনক্ষণের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলিউডের সেলিব্রেটি যুগল বিপাশা বসু ও তার হবু বর করণ সিং গ্রোভার। আগামী ৩০ এপ্রিল-ই তারা বিয়ে করছেন বলে আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিপাশা ও করণের যৌথ বিবৃতিতে বলা হয়, চূড়ান্তভাবে সবাইকে সুখবরটি জানাতে পেরে আমরা বেশ খুশি। ৩০ এপ্রিল, ২০১৬ হচ্ছেই আমাদের বিয়ের দিন এবং ভালোবাসা ও সবসময় পাশে থাকার জন্য আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, ভক্ত ও শুভাকাঙ্খীদের অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত আমাদের ব্যক্তিগত বিষয়াদির প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। নতুন এই যাত্রা একসাথে শুরু করার মুহূর্তেও আপনাদের আর্শীবাদ এবং শুভ কামনা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।'
গত কয়েকদিন ধরেই খবরে বলা হচ্ছিল যে, বিপাশা ও করণ আগামী ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। অবশেষে তা-ই তাদের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হলো। শুভ কামনা।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৬/শরীফ