রূপালি জগতে পা রাখতে গিয়ে অনেক অভিনেত্রীকেই কাস্টিং কাউচের শিকার হতে হয়। পড়তে হয় যৌন অত্যাচারের মুখে। রাধিকা আপ্তেও কি কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন? কী হয়েছিল তাঁর সঙ্গে? তিনিও কি তাহলে যৌন নির্যাতন সয়েছেন সিনেমা জগতে পা রাখতে গিয়ে?
তবে এখানে বিষয়টা অন্যরকম। মারাঠি সেলেবদের নিয়ে শুরু হচ্ছে নতুন ওয়েব সিরিজ, ''কাস্টিং কাউচ''। তারই প্রথম পর্বটি রাধিকা আপ্তেকে নিয়ে। রাধিকা নিজে থাকছেন সেখানে। কেমন হবে সেই ওয়েব সিরিজ? দেখে নিন ভিডিওতে-
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ