আজ মুক্তি পাচ্ছে মাহি অভিনীত 'অনেক দামে কেনা' ছবিটি। কিন্তু নতুন খবর হলো, একটি প্রোডাক্টের শুভেচ্ছা দূত হলেন হালের জনপ্রিয় এ অভিনেত্রী।
গ্লোব সফট ড্রিংক্স লিমিটেড'র কোমল পানীয় 'ইউরো কোলা'র ব্রান্ড অ্যম্বাসেডর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহি। গতকাল রাতে তিন বছরের জন্য এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।
তাই আগামী তিন বছর 'ইউরো কোলা'র শুভেচ্ছা দূত হিসেবে দেখা যাবে তাকে।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৪