ব্যবসায়ী স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সৌহার্দ্যপূর্ণ ডিভোর্স সম্পন্ন হয়েছে। বিচ্ছেদ পরবর্তী বিষয়াদির ব্যাপারে দুজনের পারস্পরিক সম্মতি গতকাল সুপ্রিম কোর্টের অনুমোদন পেয়েছে। খবর পিটিআই'র
কারিশমা ও সঞ্জয়ের পারস্পরিক সমঝোতা অনুযায়ী, তাদের দুই সন্তান বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে থাকবেন। অার তার স্বামী সঞ্জয়কে সন্তানদের দেখার অধিকার দেয়া হয়েছে। সেইসঙ্গে কারিশমা তার স্বামী সঞ্জয়ের বিরুদ্ধে করা নারী নির্যাতন মামলা তুলে নেবেন।
এদিকে, কারিশমার আইনজীবী জানান, মুম্বাইয়ের একটি অাদালতে করা সঞ্জয়ের ডিভোর্স আবেদন এখন পারস্পরিক সম্মতির ভিত্তিতে ডিভোর্সে রূপান্তরিত হবে।
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল ২০১৬/শরীফ